এটুপি এসএমএস নির্দেশিকার ক্লজ ১৮.৫ সংশোধন প্রসঙ্গে।
Saturday, December 23, 2023
সূত্র: এটুপি এসএমএস নির্দেশিকার স্মারক নং- ১৪.৩২.০০০০.৬০০.৪৩.০০৫.২১.৪৩৪; তারিখ ৩০/০৫/২০২১ খ্রি:
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বিটিআরসি হতে সূত্রোস্থ প্রত্রের মাধ্যমে এটুপি এসএমএস তালিকাভুক্তির নির্দেশিকা জারি করা হয়। উক্ত নির্দেশিকা নিম্নোক্তভাবে সংশোধন করা হলো:
ক্লজ ১৮.৫
’সাধারণ এসএমএস’ প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়/স্থানীয় নির্বাচনে অংশগ্রহনকারী যে কোন প্রার্থী নির্বাচনী আচরণ বিধি অনুসরণপূর্বক দল/ব্যক্তি ও মার্কা উল্লেখ করে ভোট চাওয়ার জন্য এসএমএস প্রেরণ করতে পারবেন। উক্ত প্রার্থী নির্বাচিত হলে তার এলাকার জনগণের জন্য কি কি কার্যক্রম গ্রহণ করবেন তাও উল্লেখ করে এসএমএস প্রদান করতে পারবেন।
« Terug