সকল ধরনের বাল্ক এসএমএস বাংলায় প্রেরণ করতে হবে
Monday, March 7, 2022
সুত্রঃ বিটিআরসি স্মারক নম্বর: ১৪.৩২.০০০০.৬০০.৪৩.০০৬.২১.৪৯২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাহকদের সব ধরনের এসএমএস বাংলায় পাঠাবে মোবাইল অপারেটরগুলো। গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের, বিটিআরসি, সভাকক্ষে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। বিটিআরসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বিগত ২০ ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের মোবাইলে সব ধরনের এসএমএস বাংলায় পাঠাচ্ছে অপারেটরগুলো। ওই দিন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির সভাপতি শ্যাম সুন্দর শিকদার ও চার মোবাইল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপরোক্ত বিষয়ের আলোকে বিটিআরসি গত ২৭/০২/২০২২ খ্রিঃ রোজ রবিবার, SMS Aggregator নিয়ে এক বিশেষ মিটিং এর আয়োজন করেন। উক্ত মিটিং এর সভাপতি বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান জনাব সুব্রত রায় মিত্র উল্লেখ করেন যে, গত ২০ ফ্রেব্রুয়ারী ২০২২ তারিখ আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে মোবাইল অপারেটর হতে প্রেরিত সকল ধরনের এসএমএস বাংলা প্রেরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কিন্তু লক্ষ করা যাচ্ছে যে, এখনো অনেক প্রমোশনাল মেসেজ বাংলায় পাওয়া যাচ্ছে। তিনি কমিশনের তালিকাভূক্ত সকল A2P SMS Aggregator কেএই বিষয়ে কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করতে কঠোর নির্দেশ দেন।
উল্লেখ এই যে, পরিচালক মহোদয়ের বক্তব্যের প্রেক্ষিতে SISPAB প্রতিনিধি জানান যে, মোবাইল অপারেটরদের P2P SMS Bundle প্যাকেজ ক্রয় করে অনেকে প্রমোশনাল এসএমএস ব্যবসা করছে। এছাড়াও মোবাইল অপারেটরগণ নাম সর্বস্ব অনেক ছোট/বড় প্রতিষ্ঠানে SMS Broadcast SIM বিক্রি করে যার দরুন ঐ প্রতিষ্ঠান SMS Aggregator না হয়েও বাল্ক এসএমএস ব্যবসা করে যাচ্ছে এবং এই ধরনের অসাধু ব্যবসায়ীদের মাধ্যম হতেই সকল প্রকার প্রমোশনাল মেসেজ ইংরেজিতে পাওয়া যাচ্ছে। তবে কমিশনের তালিকাভূক্ত SMS Aggregator কমিশনের সকল নিয়ম মেনে চলে এবং সে অনুযায়ী বাংলা এসএমএস প্রেরণ করে যাচ্ছে।
উক্ত সভায় আলোচনান্তে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১. আগামী ৭ মার্চ ২০২২ খ্রিঃ হতে এগ্রিগেটর কর্তৃক প্রেরিত সকল ধরনের প্রমোশনাল/নোটিফিকেশন এবং ট্রানজেকশলান বাল্ক এসএমএস (ব্যাংকিং বা পজ মেশিনের মাধ্যমে ক্রয়ের নোটিফিকেশন ব্যতীত) বাংলায় প্রেরণ করতে হবে।
২. ব্যাংক কর্তৃক প্রেরিত Financial/Banking/Transactional SMS বাংলায় প্রেরণের বিষয়ে কমিশন হতে বাংলাদেশ ব্যাংকের সাথে সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সে সময় পর্যন্ত Financial/Banking/Transactional SMS সমূহ ইংরেজি/বাংলায় মেসেজ প্রেরণ করতে পারবে।
৩. OTP, Mobile Number, Numeric Digit, URL ইত্যাদি ইংরেজিতে থাকতে পারবে তবে, এসএমএস টেমপ্লেট অবশ্যই বাংলায় হতে হবে।